শিরোনাম
২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:১৯

বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে যোগ দিচ্ছেন টিম সাউদি

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে যোগ দিচ্ছেন টিম সাউদি

বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের সঙ্গে যোগ দিচ্ছেন পেসার টিম সাউদি। আগামী শনিবার ভারতের উদ্দেশে উড়াল দেবেন তিনি। আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে বিশ্বকাপ।

উদ্বোধনী দিনে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। এ ম্যাচের আগেই ফিট হয়ে ওঠার আশায় আছেন সাউদি। সেটি করতে পারলে এবং ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পেলে সাউদির ক্যারিয়ারে এটি হবে পঞ্চম বিশ্বকাপ।

লর্ডসে গত ১৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছিলেন সাউদি। এরপর অস্ত্রোপচার করানো হয় তার আঙুলে। বিশ্বকাপ শুরুর আগে তার সুস্থ হয়ে ওঠা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু সেই শঙ্কা দূর করে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে যোগ দেওয়ার ছাড়পত্র পেয়েছেন তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর