৩ অক্টোবর, ২০২৩ ১৭:২৮

বাবরকে দিয়েও পানি টানাবেন শাদাব!

অনলাইন ডেস্ক

বাবরকে দিয়েও পানি টানাবেন শাদাব!

ফাইল ছবি

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলছেন না পাকিস্তানের নিয়মিত অধিনায়ক বাবর আজম। প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্য ৮৪ বলে ৮০ রান করেছিলেন বাবর। তাই অজিদের বিপক্ষে বাবরের বদলে টস করেছেন সহ-অধিনায়ক শাদাব খান।

আর সেই টস করতে এসেই শাদাব জানালেন, বিশ্রামে থাকলেও বাবরের আপাতত শান্তি মিলছে না। তাকে নাকি পানি টানতে হবে, করতে হবে ফিল্ডিংও।

শাদাব বলেছেন, ‘বাবর ঠিকঠাকই আছে, সে চেয়েছিল বিশ্রাম নিতে। বাবর ও রিজওয়ান বিশ্রামেই আছে। কিন্তু আমি বাবরকে ফিল্ডিং করতে ও পানি টানার জন্য মাঠে নামাব। কারণ আমি এমন অধিনায়ক।’ এই কথা বলেই হেসে ফেলেন একদিনের অধিনায়ক।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর