সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবীয়দের ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। রবিবার এজবাস্টনে ৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৭.২ ওভারে ৮৭ তুলে নেয় ইংলিশরা।
প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩৭৬ রান করে ৯৪ রানের লিড পায় ইংল্যান্ড। পরে দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এতে ৮২ রানের লক্ষ্য পায় ইংলিশরা।
পরে জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২৪ বলে ফিফটি হাঁকান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। যা টেস্টে ইংল্যান্ডের দ্রুততম ও সবমিলিয়ে তৃতীয় দ্রুততম ফিফটি। আঙুলের ইনজুরিতে ছিটকে যাওয়া জ্যাক ক্রলির জায়গায় ওপেনিংয়ে নামা স্টোকস ৫৭ রানে অপরাজিত থাকেন।
আরেক ওপেনার বেন ডাকেট ১৬ বলে ২৫ রানে অপরাজিত থাকনে। এ ছাড়া অতিরিক্ত আসে পাঁচ রান। সব মিলিয়ে মাত্র ৭.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮৭ রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচ সিরিজে ধবলধোলাই নিশ্চিত করে ইংল্যান্ড।
বিডি প্রতিদিন/এমআই