শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে অলিম্পিক গেমস-২০২৪। তিনদিন শেষে ফ্রান্স ও জাপান দুই দেশেরই সুযোগ ছিল রবিবার দিন সোনার পদকে সবার ওপরে ওঠার। দিনের শেষে সোনার লড়াইয়ে যে মুখোমুখি হয়েছিল দুই দেশের প্রতিযোগী। ফেন্সিংয়ে পুরুষ ইপেই ব্যক্তিগত সোনার লড়াইয়ের সেই ম্যাচে শেষ হাসি হেসেছে জাপান।
চারটি সোনা জিতেছে অস্ট্রেলিয়াও। রুপা জয়েও সমান দুই দেশ। দুই দেশই জিতেছে ২টি রুপা। তবে জাপান এগিয়ে গেছে ব্রোঞ্জ জয়ে এগিয়ে থাকায়। জাপান ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক জিতেছে। অস্ট্রেলিয়া ৪টি স্বর্ণ ও ২টি রৌপ্যসহ মোট ৬টি পদক জিতেছে। আর যুক্তরাষ্ট্র ৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক জিতেছে। চতুর্থ স্থানে আছে আয়োজক ফ্রান্স। তারা জিতেছে ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ।
বিডি-প্রতিদিন/শআ