চোট যেন লিওনেল মেসির পিছু ছাড়ছে না। আর্জেন্টাইন মহাতারকা সবশেষ কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়েন। সেই চোট নিয়ে তাকে মাঠও ছাড়তে হয়। সেই কেঁদে মাঠ ছাড়ার পর মেসির ফুটবলে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মেসির ইন্টার মায়ামির সতীর্থরাও জানেন না মেসি কবে মাঠে ফিরবেন। এর আগে মেসির ইন্টার মায়ামি সতীর্থ জুলিয়ান গ্রেসেল বলেছিলেন, মেসির ফেরার তারিখ তাদের কাছেও গোপন রাখা হয়েছে।
মেসির ফেরার তারিখ নিয়ে এই ধোঁয়াশার মধ্যে কথা বলেছেন তার সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজ। তারিখ না জানালেও তিনি বলেছেন, দ্রুতই মাঠে ফিরছেন মেসি। উরুগুয়ের এ স্ট্রাইকার জানান, ‘তার আকাঙ্ক্ষা সব সময় মাঠে থাকা। দিন যত যাচ্ছে, তার মাঠে ফেরার সময়ও ঘনিয়ে আসছে। আমরা সবাই তো তাকে মাঠেই দেখতে চাই।’
বিডি প্রতিদিন/নাজমুল