ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে এমবাপ্পেকে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এখনই রিয়ালের জার্সিতে তাকে মাঠে দেখতে পারবেন না দর্শকরা। সেটার জন্য আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে রিয়াল সমর্থকদের। কারণ প্রাক-মৌসুমের দলে নেই এমবাপ্পে।
ইউরোপের সফলতম ক্লাবটির যুক্তরাষ্ট্র সফর শেষে এমবাপ্পের দলে যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ১৪ অগাস্ট উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে রিয়ালের জার্সিতে অভিষেক হতে পারে ২৫ বছর বয়সী এই ফুটবলারের।
এমবাপ্পের সঙ্গে ছুটিতে আছেন দলটির আরও দুই তারকা ফুটবলার। জুড বেলিংহাম ও দানি কারভাহালকেও প্রাক-মৌসুমের যুক্তরাষ্ট্র সফরের দলে রাখেনি স্প্যানিশ ক্লাবটি।
গত ইউরোতে এমবাপের নেতৃত্বে সেমি-ফাইনালে খেলে ফ্রান্স। স্পেনের বিপক্ষে হেরে শেষ চারের লড়াই থেকে বিদায় নেওয়ার পর ছুটিতে যাওয়ার কথা বলেন তিনি। দীর্ঘ মৌসুম শেষে এরপর তাকে বিশ্রাম নিতে বলেছেন বলে কদিন আগে জানান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ