আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজকে সামনে রেখে সোমবার থেকে চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে। প্রথম দিনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। ব্যাট হাতে করেছিলেন ৯০ রান।
পরে খেলা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিজয়। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, এত রান করার পরও কি মনে হয়-আপনি আন্তর্জাতিক ক্রিকেটে পর্যাপ্ত সুযোগ পেয়েছেন?
বিজয় এমন প্রশ্নের উত্তরে বলেন, এই প্রশ্নগুলো আসলে প্লেয়ারদের করা উচিত না। যেভাবে প্লেয়ারদের প্রশ্নগুলো ছুঁড়ে দেন, হ্যাঁ-না যেটাই বলি, সেটা আসলে নেগেটিভ ওয়েতে আসে। আপনাদের এই প্রশ্নগুলো অবশ্যই প্লেয়ারকে করা উচিত না।
তিনি আরও বলেন, যারা যে সিলেকশনে আছেন তাদের মাধ্যমে ন্যাশনাল টিমে আসি বা যে ওয়েতে আসি, সে ওয়েতে বলা উচিত। সেগুলো প্রশ্ন করাটা আমার মনে হয় না একটা প্লেয়ারের আসলে হ্যাঁ না অ্যান্সার থাকে। আমি আসলে এ ব্যাপারে অবগত নই।
তবে বিজয় সামনে থাকা টেস্টের জন্য তৈরি হচ্ছেন ভালোভাবেই। তিনি বলেন, টেস্ট ক্রিকেট প্রথম থেকে ভালোবাসি। প্রক্রিয়ার মধ্যে আছি, টেস্টের জন্য তৈরি থাকার চেষ্টা করছি।
বিডি প্রতিদিন/এমআই