কুসাল মেন্ডিসকে সরিয়ে শ্রীলঙ্কার ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্বও দেয়া হয়েছে চারিথ আসালাঙ্কাকে। টি-টোয়েন্টির পর পঞ্চাশ ওভারের ক্রিকেটেও তিনি নেতৃত্ব পেলেন।
২৭ বছর বয়সী আসালাঙ্কাকে অধিনায়ক করে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। একই দলের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে এই সংস্করণের নেতৃত্ব দেওয়া হয় আসালাঙ্কাকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম রাউন্ড থেকে বাদ যায় শ্রীলঙ্কা। ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব ছাড়েন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
কলম্বোয় ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা তিনটি ওয়ানডে খেলবে ২, ৪ ও ৭ অগাস্ট। চলমান টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচেই হেরেছে স্বাগতিকরা।
শ্রীলঙ্কা ওয়ানডে দলে আছেন, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুসাল মেন্ডিস, সাদিরা সামারাউইক্রামা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, নিশান মাদুশকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা কারুনারাত্নে, মাহিশ থিকশানা, আকিলা দানাঞ্জয়া, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা, আসিথা ফার্নান্দো।
বিডি প্রতিদিন/নাজমুল