দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন টাইগাররা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেটেও পারফরম্যান্সের পরিবর্তন দেখাতে চান তাসকিন আহমেদ। সাকিব সরাসরি যোগ দেবেন পাকিস্তানে।
পাকিস্তানের উদ্দেশে সবার আগে এয়ারপোর্টে আসেন খালেদ আহমেদ। একে একে প্রবেশ করেন নাহিদ রানা, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজ।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন জানান, সবসময় টেস্ট খেলার ইচ্ছা ছিল তার। এ দলের দ্বিতীয় চারদিনের ম্যাচে নিজেকে প্রস্তুত করে জাতীয় দলের হয়ে খেলবেন দ্বিতীয় টেস্ট।
টাইগার পেসার তাসকিন আহমেদ বলেন, কাঁধের সমস্যার জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম, যাতে করে আমার কাঁধ ও শরীর ভালো থাকে। দেশকে যাতে লংগার ভার্সন ম্যাচ জেতাতে পারি।
মিরপুরের একাডেমি থেকে আসেন তরুণ পেসার নাহিদ রানা। তার দাবি, অনুশীলনের কোনো ঘাটতি নেই। পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেলে অবদান রাখতে চান দলের জন্য।
বিডি প্রতিদিন/নাজমুল