৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:১৮

‘বদলি’ রোনালদো জেতালেন পর্তুগালকে

অনলাইন ডেস্ক

‘বদলি’ রোনালদো জেতালেন পর্তুগালকে

বহু সুযোগ হাতছাড়া করার পর ম্যাচটা শেষ পর্যন্ত পর্তুগালই জিতল। আর শেষ সময়ে সেই ব‍্যবধান গড়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 

টানা দুই জয়ে দলকে নিয়ে গেলেন লিগ ওয়ানের ১ নম্বর গ্রুপের চূড়ায়। ঘরের মাঠে রবিবার রাতে 
উয়েফা নেশন্স লিগের ম‍্যাচে ২-১ গোলে জিতেছে পর্তুগাল।

প্রথমার্ধে স্কট ম‍্যাকটোমিনের গোলে স্কটল‍্যান্ড এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ব্রুনো ফের্নান্দেস সমতা ফেরানোর পর দলকে ৩ পয়েন্ট এনে দেন বদলি হিসেবে খেলতে নামা রোনালদো। টানা দুই ম‍্যাচে গোল করেন পর্তুগিজ মহাতারকা।

ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের ম‍্যাচে ছুঁয়েছিলেন ৯০০ গোলের সীমানা। ৩৯ বছর বয়সী মহাতারকার এখন গোল হলো ৯০১টি।

টানা ২ জয়ে ৬ পয়েন্ট গ্রুপের শীর্ষে উঠে এসেছে পর্তুগাল। লুকা মদ্রিচের একমাত্র গোলে পোল‍্যান্ডকে হারিয়ে দুই নম্বরে উঠে এসেছে ক্রোয়েশিয়া। একটি করে জয়ে এই দুটি দলের পয়েন্ট ৩ করে।

টানা দুই হারে এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি স্কটল্যান্ড।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর