শিরোনাম
৭ অক্টোবর, ২০২৪ ১০:১৫

এবার ভিনিসিয়াসকেও হারাল ব্রাজিল

অনলাইন ডেস্ক

এবার ভিনিসিয়াসকেও হারাল ব্রাজিল

চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ের পর্ব শুরু হওয়ার আগে জোড়া দুঃসংবাদ পেল ব্রাজিল। হ্যামস্ট্রিংয়ে আঘাত পাওয়া লিভারপুলে খেলা গোলরক্ষক আলিসন বেকারের পর এবার চোটের কারণে চিলি ও পেরুর বিপক্ষে খেলার সম্ভাবনা নেই ভিনিসিয়ুস জুনিয়রেরও। 

গত পরশু রিয়াল মাদ্রিদের হয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে ঘাড়ে আঘাত পেয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। পরীক্ষা-নিরীক্ষার পর স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকে চোটের ব্যাপারটি নিশ্চিত করা হলেও তাকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, তা জানায়নি।

ব্রাজিল ফুটবল ফেডারেশনও এ নিয়ে কিছু বলেনি। তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কা তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাছাইয়ের দুই ম্যাচে ভিনিকে পাচ্ছে না ব্রাজিল।

চোটে পড়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টারও। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ডান পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি।

লিভারপুল কোচ আর্নে স্লট অবশ্য অ্যালিস্টারের চোটের প্রকৃত অবস্থা কেমন বা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে পারবেন কি না তা জানাতে পারেননি। বলিভিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে দু’টি ম্যাচ আছে আর্জেন্টিনার।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে এমনিতেই নড়বড়ে অবস্থনে রয়েছে ব্রাজিল। অষ্টম রাউন্ড শেষে মাত্র ৩টি ম্যাচ জিতেছে তারা। আরেকটি ম্যাচ ড্র করে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে দরিভাল জুনিয়রের দল।

পেরু ও চিলির বিপক্ষে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারিয়ে তাই স্বাভাবিকভাবেই চাপ অনুভব করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর