রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে আফগান শিবিরে ধস নামিয়েছেন তাসকিন আহমেদ। তাসকিনের বলে উইকেট থেকে বেরিয়ে ড্রাইভ খেলতে চেয়েছিলেন গুরবাজ। তবে ফুল লেংথের বল এজ হয়ে চলে যায় উইকেটকিপার মুশফিকুর রহিমের হাতে।
২ ওভারে আফগানিস্তানের ১ উইকেট হারিয়ে ৭ রান তোলে। এর আগে টস হেরে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় আফগানরা।
ক্রিকেট ইতিহাসের প্রথম স্টেডিয়াম হিসেবে ৩০০টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অনন্য কীর্তি অর্জন করল শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচসহ এই মাঠে এখন পর্যন্ত ২৫৩টি ওয়ানডে, ৩৮টি টি-টোয়েন্টি ও ৯টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া আড়াইশর বেশি ম্যাচ আয়োজিত হয়েছে আর তিনটি মাঠে- অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ড (২৯১), মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (২৮৭) ও জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব (২৬৭)।
বাংলাদেশের মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ২১১টি আন্তর্জাতিক ম্যাচ।
বাংলাদেশ একাদশ
জাকির হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
বিডি প্রতিদিন/নাজমুল