শেষ ওভারে তিন উইকেট হাতে নিয়ে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৮ রান। ফিফটি করে ক্রিজে ছিলেন ওপেনার পাথুম নিসাঙ্কা। দ্বিতীয় বলে তাকে ফিরিয়েই আশা জাগালেন গ্লেন ফিলিপস। পরের তিন বলে বাকি দুই উইকেটও তিনি তুলে নিলে অবিশ্বাস্য জয়ের আনন্দে ভাসে নিউজিল্যান্ড।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে ১২০ রানের কম পুঁজি নিয়ে কখনো জেতেনি নিউজিল্যান্ড। প্রতিপক্ষকে ১১৫ রানের কমে বেঁধে রেখে শ্রীলঙ্কাও কখনো হারেনি ২০ ওভারের ক্রিকেটে। ডাম্বুলায় আজ শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টির আগে রেকর্ডটা এমনই ছিল। নিউজিল্যান্ডের ৫ রানের অবিশ্বাস্য জয়ে ম্যাচশেষে বদলে গেছে দুটি রেকর্ডই।
১০৮ রানেই অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। শেষ ওভারে ৩ উইকেট হারানো শ্রীলঙ্কা ১৯.৫ ওভারে অলআউট ১০৩ রানে। স্বল্প রানের নখ কামড়ানো উত্তেজনার ম্যাচটি ৫ রানে জিতে ২ ম্যাচ সিরিজটা শ্রীলঙ্কার সঙ্গে ভাগাভাগি করল নিউজিল্যান্ড।
ডম্বুলায় রবিবার কিউইদের জয়ের নায়ক ফার্গুসন দুই ওভার মিলিয়ে পূরণ করেন হ্যাটট্রিক। ২ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।
টি-টোয়েন্টিতে এই প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেলেন ফার্গুসন। এই সংস্করণে টানা তিন বলে তিন উইকেট নেওয়া নিউ জিল্যান্ডের পঞ্চম বোলার তিনি। একাই দুবার হ্যাটট্রিকের কীর্তি আছে টিম সাউদির।
শেষ ওভারে ৩ উইকেট নেওয়া ফিলিপসের বোলিং বিশ্লেষণ ১.৫-০-৬-৩। দুটি শিকার ধরেন মাইকেল ব্রেসওয়েল। একটি করে স্যান্টনার ও জ্যাক ফউকসের।
বিডি প্রতিদিন/নাজমুল