আইপিএলের নিলামের জন্য শুক্রবার (১৫ নভেম্বর) চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিলামের জন্য মোট এক হাজার ৫৭৪ জন ক্রিকেটার নাম নিবন্ধন করলেও শেষমেশ বিসিসিআই বেছে নিয়েছে ৫৭৪ জনকে। বেছে নেওয়া ৫৭৪ ক্রিকেটারের মধ্যে ভারতীয় ৩৬৬ জন, বিদেশি ২০৮ জন।
আইপিএলের মেগা নিলাম এবার হচ্ছে জেদ্দায়। ২৪ ও ২৫ নভেম্বর হবে ক্রিকেটার বিকিকিনির সবচেয়ে বড় এ আয়োজন। নিলাম থেকে সর্বোচ্চ ২০৪ জন ভারতীয় ও ৭০ জন বিদেশি ক্রিকেটারকে কেনার সুযোগ রয়েছে। ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে নিলাম তালিকায় নাম রয়েছে জেমস অ্যান্ডারসনের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও এখনও ২২ গজে নিজেকে প্রমাণ করতে মরিয়া জিমি। দল পাওয়ার আশায় নিলামে আগেই নাম লিখিয়েছিলেন ইংল্যান্ড দলের প্রাক্তন পেসার। ফ্র্যাঞ্চাইজিগুলির যে তাঁকে নিয়ে আগ্রহ আছে সেটা প্রমাণিত হল শুক্রবার সন্ধ্যায়। কারণ নিলামের চূড়ান্ত তালিকাতে নাম আছে অ্যান্ডারসনের।
২০১৪ সালে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন জিমি। টেস্ট এবং এক দিনের ক্রিকেট থেকে অবসরও নিয়েছেন। দু’দশকব্যপী আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়েছে কিছু দিন আগেই। জেমস অ্যান্ডারসনের নূ্ন্যতম মূল্য নির্ধারিত হয়েছে ১.২৫ কোটি টাকা। ৪২ বছর বয়সী জিমিকে নিয়ে নিলামে বাড়তি আগ্রহ থাকবে। টি২০ আন্তর্জাতিকে ৪৪ ম্যাচে ৪১ উইকেট নিয়েছেন জিমি।
অন্যদিকে অ্যান্ডারসনের নাম থাকলেও তাৎপর্যপূর্ণভাবে নিলাম তালিকায় নাম নেই ইংল্যান্ডের আরও এক তারকা পেসার জোফ্রা আর্চারের । চোটের সমস্যার মধ্যে রয়েছেন আর্চার। কনুইয়ের চোট তাঁকে বিগত কয়েক বছর ধরেই নানা সমস্যায় ফেলছে। কিন্তু চোটের সমস্যা কাটিয়ে সাদা বলের ক্রিকেটে ফিরেছেন। কিন্তু তাকে নিয়ে আগ্রহই দেখাল না কোনও ফ্র্যাঞ্চাইজি। ফলে নিলাম তালিকায় ব্রাত্যজন হয়ে গেলেন ইংল্যান্ডের এই তারকা পেসার।