পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন, 'পাকিস্তান ভারতে খেলতে যাবে, কিন্তু ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে, তাহলে তা গ্রহণযোগ্য হবে না।' চ্যাম্পিয়ন্স ট্রফির স্থান নির্ধারণ নিয়ে আইসিসির আগামী শুক্রবারের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। প্রয়োজন হলে ভোটাভুটির মাধ্যমে এই সমস্যা সমাধান করা হবে।
পাকিস্তান একটিই শর্ত রেখেছে-ভারতের ম্যাচগুলো যদি অন্য জায়গায় (যেমন দুবাই) আয়োজন করা হয়, তবে বাকি ম্যাচগুলো পাকিস্তানে হবে। তবে, পাকিস্তান এই হাইব্রিড মডেল মেনে নিতে রাজি নয়। তারা চাইছে, টুর্নামেন্ট পুরোপুরি পাকিস্তানে অনুষ্ঠিত হোক।
পিসিবি চেয়ারম্যান জানান, যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলার ব্যাপারে সায় না দেয়, তাহলে ভবিষ্যতে পাকিস্তানও ভারতের মাটিতে খেলার ব্যাপারে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে। তিনি বলেন, 'পাকিস্তান যদি ভারত সফর করতে পারে, তাহলে ভারত কেন পাকিস্তানে খেলতে যাবে না? এ বিষয়ে সমতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা এই অবস্থান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলেকের কাছে জানিয়েছি।'
ভারত ২০০৮ সালের পর থেকে নিরাপত্তা ইস্যু তুলে পাকিস্তানে ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছে, কিন্তু পাকিস্তান ভারত সফরে গিয়েছে। উদাহরণস্বরূপ, ২০২৩ সালে পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভারতে গিয়েছিল।
এদিকে, ভারত আগামী বছর নারীদের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে। পিসিবি চেয়ারম্যান হুঁশিয়ারি দিয়েছেন, ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে না খেলে, তবে পাকিস্তানও ভারতের মাটিতে এই দুটি টুর্নামেন্ট নিয়ে নতুন সিদ্ধান্ত নেবে।
বিডি প্রতিদিন/এমএস