ক্রাইস্টচার্চে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। তবে ম্যাচ জিতলেও জরিমানা দিতে হচ্ছে বেন স্টোকসের দলকে। একইসঙ্গে হেরেও জরিমানার মুখোমুখি স্বাগতিক নিউজিল্যান্ডও।
স্লো ওভার রেটের কারণে দুই দলকেই ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। পাশাপাশি কেটে নেওয়া হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন পয়েন্ট।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, বেন স্টোকস ও টম লাথামের দল নির্দিষ্ট সময়ের থেকে তিন ওভার পিছিয়ে ছিল। এতে করে শাস্তির সুপারিশ করেছেন আইসিসির এলিট প্যানেলের রেফারি ডেভিড বুন। আইসিসির নিয়মের ২.২২ ধারা অনুসারে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জরিমানা করা হয়েছে, পাশাপাশি পয়েন্টও কাটা হয়েছে।
পয়েন্ট কাটার টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেছে নিউজিল্যান্ড। ১২ ম্যাচে ৬৯ পয়েন্ট এবং ৪৭.৯২ শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে ব্ল্যাক ক্যাপসরা। ফলে ইংল্যান্ডের বিপক্ষে পরের দুইটি ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ৫৩.৩৬ শতাংশ। ২০ ম্যাচে ১০২ পয়েন্ট এবং ৪২.৫০ শতাংশ পয়েন্ট ছয় নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড।
চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে স্লো ওভার-রেটের দায়ে ইংলিশদের সব থেকে বেশি পয়েন্ট হারাতে হয়েছে। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ২০টি ম্যাচে মাঠে স্লো ওভার-রেটের জন্য নেমে সাকুল্যে ২২ পয়েন্ট হারিয়েছে তারা।
এবারও পয়েন্ট কাটায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অধিনায়ক বেন স্টোকস। ইনস্টাগ্রামে তিনি বলেন, দারুণ বিষয় আইসিসি। ১০ ঘণ্টার খেলা বাকি থাকতেই টেস্ট শেষ হয়ে গেছে।
সর্বশেষ পয়েন্ট তালিকা অনুযায়ী ৬১.১১ শতাংশ পয়েন্ট শীর্ষে অবস্থান করছে ভারত। ৫৯.২৬ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। তিনে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
বিডি প্রতিদিন/কেএ