দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বুধবার বাংলাদেশকে ৩ উইকেটে হারাল জিম্বাবুয়ে। তবে এমন হারের ম্যাচেও ব্যক্তিগত একটি রেকর্ড গড়েছেন মেহেদি হাসান মিরাজ। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে এই স্পিন অলরাউন্ডার টেস্টে সর্বোচ্চ তিনবার ১০ উইকেট শিকার করলেন।
এদিন আরও একটি ব্যক্তিগত মাইলফলক পূর্ণ করেছেন মিরাজ। ডানহাতি এই স্পিনার টেস্টে নিজের ২০০তম উইকেট শিকার করেছেন। টেস্টে নিজের ৫২তম ম্যাচ এবং ৯১তম ইনিংসে এই কীর্তি গড়লেন তিনি। তবে বাংলাদেশের হয়ে এখনও টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার সাকিব আল হাসান (১২১ ইনিংসে ২৪৬ উইকেট)।
দুই ইনিংস মিলিয়ে মিরাজের ১০ উইকেট বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ তৃতীয়বার। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন টেস্টে দুইবার ১০ উইকেট নেওয়া তাইজুল ও সাকিবকে।
বিডি প্রতিদিন/এমআই