টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। তার অবসরে নিশ্চিতভাবেই ভারতীয় দলে পরিবর্তন আসবে। কোহলির পজিশনে বিকল্প খেলোয়াড় পেতে কয়েকটি সিরিজ সময় লাগতে পারে মনে করছেন চেতেশ্বর পূজারার।
১৩ বছরের টেস্ট ক্যারিয়ারে বেশিরভাগ ম্যাচেই চার নম্বরে ব্যাটিং করেছেন কোহলি। গড়েছেন একের পর এক রেকর্ড। কোহলির আগে এই পজিশনে ব্যাট করতেন কিংবদন্তী শচীন টেন্ডুলকার। তাই লম্বা সময় ধরেই এই গুরুত্বপূর্ণ পজিশন নিয়ে ভারতকে ভাবতে হয়নি। তবে এবার কোহলির শূন্যতা পূরণে সময় লাগবে বলে ধারণা তার দীর্ঘদিনের সতীর্থ পূজারার। সেটি হতে পারে কয়েকটি সিরিজ।
এ বিষয়ে পূজারা বলেন, এই পজিশনে কারা মানিয়ে নিতে পারে, সেটি বুঝতে আমাদের কয়েকটা সিরিজ লাগবে। কারণ এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। চার নম্বরে আপনার সেরা ব্যাটারটাই থাকা উচিত। আর এই মুহূর্তে দল এখনও খুঁজে দেখছে কে সবচেয়ে উপযুক্ত হবে এই পজিশনের জন্য।
কোহলির চোট বা বিশ্রামের সময় ভারতের হয়ে টেস্টে চারে ব্যাট করেছেন আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রজত পাতিদার ও দেবদূত পাডিক্কাল। তাদের কেউই মনে রাখার মতো কিছু করতে পারেননি। আসন্ন ইংল্যান্ড সিরিজে কে চারে ব্যাট করবেন তা এখনো নিশ্চিত নয়। তবে কারোর জায়গাই নিশ্চিত নয় বলে জানালেন পূজারা।
তার মতে, অনেক খেলোয়াড় এখন দলে জায়গা করে নেয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে কারো জায়গা নিশ্চিত নয়। এটা একটা প্রক্রিয়া, সময় লাগবে।
বিকল্প হিসেবে ইংল্যান্ড সিরিজে যে ভালো করবে তাকেই বিকল্প হিসেবে মনে করেন তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন সময়ের হাতে।
পূজারা বলেন, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় নয়। কিন্তু এটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ হবে কে ইংল্যান্ডে ভালো করে। কারণ কেউ যদি ইংল্যান্ডে ভালো খেলতে পারে, তাহলে সেই হয়তো চার নম্বর পজিশনের জন্য সবচেয়ে উপযুক্ত হবে।
বিডি প্রতিদিন/কেএ