ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হুবেন আমুরি ঘোষণা দিয়েছেন, তিনি আগামী ২০ বছর পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডে থাকতে চান। তার দৃঢ় বিশ্বাস, ভবিষ্যতে আবারো ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ জিতে ইউনাইটেড নিজ ইতিহাসকে পুনরুজ্জীবিত করবে।
গত বছরের নভেম্বর মাসে এরিক টেন হাগকে বরখাস্ত করার পর দায়িত্ব নেন আমুরি। যদিও স্পোর্তিং লিসবনে অসাধারণ সাফল্যের পর ম্যানচেস্টার ইউনাইটেডে তাঁর কাজের শুরুটা কঠিন ছিল। প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে মাত্র ৭ জয় পেয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি, যা শেষ সিজনে তাদের লিগে ১৫তম অবস্থানসহ প্রিমিয়ার লিগ যুগের সবচেয়ে খারাপ পারফরম্যান্স।
স্যার অ্যালেক্স ফার্গুসনের ২৬ বছরের দীর্ঘ সময়ে দায়িত্ব ছাড়ার পর থেকে ইউনাইটেডে কোনো কোচই তিন বছরের বেশি সময় টিকতে পারেননি। তবে ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ আমুরি চান দীর্ঘমেয়াদী দায়িত্ব পালন। তিনি বলেন, 'আমি থাকতে চাই, ২০ বছর থাকতে চাই। এটা আমার লক্ষ্য এবং আমি বিশ্বাস করি এটি সম্ভব। ফলাফলই শেষ পর্যন্ত নির্ধারণ করবে, তবে আমি নতুন করে শুরু করতে প্রস্তুত।'
ম্যানচেস্টার ইউনাইটেড সর্বশেষ ২০১৩ সালে ফার্গুসনের নেতৃত্বে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে এবং ২০০৮ সালে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জয় করে। আমুরি মনে করেন, এই দুই ট্রফি আবারও ওল্ড ট্র্যাফোর্ডে ফিরবে।
তিনি বলেন, 'আমার কোনো সন্দেহ নেই। এমন কিছু আছে যা কিনে নেওয়া যায় না যা এই ক্লাবের রয়েছে; উজ্জ্বল ইতিহাস, আবেগপ্রবণ সমর্থক এবং যথেষ্ট আর্থিক শক্তি। আমাদের চ্যাম্পিয়নস লিগ ছাড়াও অর্থ আছে এবং ভবিষ্যতে আরও বাড়বে। আমরা সবকিছু করছি।'
বিডি প্রতিদিন/মুসা