এশিয়া কাপের দলগুলোর শক্তি ও সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এক বিতর্কিত মন্তব্য করে বসেছেন। তার মতে, বাংলাদেশের পারফরম্যান্স এতটাই পিছিয়ে যে, তাদের নিয়ে আলাদা করে আলোচনার কিছুই নেই।
এক ক্রিকেট আলোচনায় অংশ নিয়ে অশ্বিন বলেন, "আমরা তো এমনকি বাংলাদেশকে নিয়ে কথাই বলিনি। কারণ, তাদের নিয়ে বলার মতো কিছুই নেই। এই দলগুলো ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে কীভাবে?"
অশ্বিন মনে করেন, এশিয়া কাপ এখন একতরফা হয়ে গেছে, যেখানে ভারতের সঙ্গে টেক্কা দেওয়ার মতো দল নেই। তিনি বলেন, "আট দলের টুর্নামেন্ট হলেও প্রতিদ্বন্দ্বিতা খুব একটা নেই। ভারতের ধারেকাছেও কেউ নেই।"
বিডি প্রতিদিন/মুসা