২০ অক্টোবর, ২০২১ ১৭:১৫

সুপার টুয়েলভে বদলে গেল বাংলাদেশের গ্রুপ ‘সিডিং’

অনলাইন ডেস্ক

সুপার টুয়েলভে বদলে গেল বাংলাদেশের গ্রুপ ‘সিডিং’

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের গ্রুপ সিডিংয়ে পরিবর্তন এনেছে আইসিসি। এর আগে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, প্রথম রাউন্ড পার হতে পারলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সিডিং থাকবে ‘বি-১’ ও ‘এ-১’। অর্থাৎ বাংলাদেশ প্রথম রাউন্ড পার হলে সুপার টুয়েলভে ‘গ্রুপ-২’এ পড়ার কথা। এই গ্রুপে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান।

কিন্তু বুধবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম পর্বের প্রতিযোগিতা শেষে দলের অবস্থানের ওপর নির্ভর করেই নির্ধারিত হবে সুপার টুয়েলভের গ্রুপ।

বাংলাদেশ দল যদি শেষ পর্যন্ত গ্রুপে দ্বিতীয় হয়ে সুপার টুয়েলভে যায়, সে ক্ষেত্রে আইসিসির নতুন সূচি অনুযায়ী তাদের খেলতে হবে এক নম্বর গ্রুপে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। 

আর যদি গ্রুপ চ্যাম্পিয়নও হয়, সে ক্ষেত্রে দুই নম্বর গ্রুপে থাকা নিউজিল্যান্ড, আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলা পড়বে বাংলাদেশ দলের। তবে সিদ্ধান্ত বদলের কোনো কারণ ব্যাখ্যা দেয়নি আইসিসি।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর