২২ অক্টোবর, ২০২১ ০৩:৫৯

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে মাহমুদুল্লাহর রেকর্ড

অনলাইন ডেস্ক

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে মাহমুদুল্লাহর রেকর্ড

টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্রুততম ও বিশ্বকাপে প্রথম হাফ সেঞ্চুরি তুলে পাপুয়া নিউগিনির বোলিং আক্রমণকে এলোমেলো করে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। 

আল আমিরাত স্টেডিয়ামে মাত্র ২৭ বলে ফিফটি পেয়েছেন মাহমুদুল্লাহ। এজন্য ৩টি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন। বাংলাদেশের অধিনায়ক হিসেবে এ ফরম্যাটে দ্বিতীয় দ্রুততম ফিফটি এটি। ২০০৭ সালে মোহাম্মদ আশরাফুল মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। 

বিশ্বকাপে এর আগে মাহমুদুল্লাহর সর্বোচ্চ ছিল ৪৯ রান। ২০১৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯ রানে অপরাজিত ছিলেন সাইলেন্ট কিলার খ্যাত এই ব্যাটসম্যান। বৃহস্পতিবার তার ব্যাট থেকে আসে ঝকঝকে ৫০ রান। 

১০৪ টি-টোয়েন্টি ম্যাচে মাহমুদুল্লাহ ২৪.১৪ গড়ে ১৮১১ রান করেছেন। শতাধিক ম্যাচ খেললেও মাহমুদুল্লাহর হাফ সেঞ্চুরি মাত্র ৫টি। সর্বোচ্চ ৬৪ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ব্যাটিং স্ট্রাইক রেট ১১৮.৮৩। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর