২৫ অক্টোবর, ২০২১ ০০:২৫

কোহলিকে জবাবটা ভালই দিলেন বাবর আজম

অনলাইন প্রতিবেদক

কোহলিকে জবাবটা ভালই দিলেন বাবর আজম

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জন্য ভারতের অধিনায়ক বিরাট কোহলি যেন বিরাট এক দুঃখের নাম। এই এক কোহলির কাছেই বারবার হারতে হয়েছে পাকিস্তানকে। এবারও সেই কোহলিই বিশাল দুঃখ হিসেবে ধরা দিলেও দিন শেষে হাসলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম।

এব আগে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলিকে আউট করতে না পারলেও এবার সে কাজটি করতে পারলেন পাকিস্তানি বোলার শাহিন শাহ আফ্রিদি। শাহিন শাহ আফ্রিদির বলে আউট হওয়ার আগে ৪৯ বলে ৫৭ রান করেন কোহলি। তার এই অর্ধশতকে ভর করে পাকিস্তানকে ১৫২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভারত। 

তবে ভারতের অধিনায়ক কোহলিকে পাল্টা জবাবটা ভালই দিলেন পাকিস্তান অধিনায়ক। ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ভারতের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় তুলে নেন বাবর আজম। বাবর আজম ৫২ বলে ছয় চার ও ২ ছক্কায় ৬৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। 

ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে বাবর বুঝিয়ে দিলেন এই বিশ্বকাপে পাকিস্তানও ফেভারিট। সেই সঙ্গে বিরাট কোহলির চেয়ে ব্যক্তিগত বেশি রান করে তাকেও বুঝিয়ে দিলেন কেন বাবর আজমকে বিশ্বসেরা ব্যাটসম্যান বলা হয়।

এর আগে বিশ্বকাপে বরাবরই ভারতের কাছে হারের গ্লানি নিয়ে ফিরেছেন। কিন্তু বাবর আজমের পাকিস্তানে বদলে গেল ইতিহাসের সে ধারা।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর