গোটা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করে প্রায় ১৫০টি দেশের ৩ লক্ষ কম্পিউটারে হামলা চালিয়েছে ‘WannaCry’ নামের ‘র্যানসমওয়্যার’ এই ভাইরাস। তবে এতদিন শুধু কম্পিউটারে হামলা চালালেও সাইবার বিশেষজ্ঞদের দাবি এবার মোবাইল ফোনেও হামলা চালাতে পারে ‘র্যানসমওয়্যার’ ভাইরাসটি।
অ্যান্টি ভাইরাস প্রস্তুতকারক সংস্থা ‘Webroot’-এর গবেষক এরিক ক্লোনঅস্কি জানিয়েছেন, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হানা দিতে সক্ষম এমন র্যানসমওয়্যার ভাইরাসও প্রায় তৈরি করে ফেলেছে হ্যাকাররা। মোবাইল ভাইরাসটির চরিত্র হবে হুবহু কম্পিউটার ভাইরাসটির মতোই। আক্রান্ত মোবাইলটিকে ‘লক’ করে দেবে ওই ভাইরাস। তারপর ২০০ বা ৩০০ ডলারের ‘র্যানসম’ দাবি করা হবে।
ওই বিশেষজ্ঞ আরও জানিয়েছেন, এমন একটি র্যানসমওয়্যার হচ্ছে ‘সিম্পললকার’। ২০১৪ সালে প্রথম এই র্যানসমওয়্যার ভাইরাসের দেখা মেলে। যদিও আইফোনে র্যানসমওয়্যার হামলার ঘটনা আজ পর্যন্ত ঘটেনি।
বিডি প্রতিদিন/ ১৭ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯