সৌরজগত নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। অনেক আগে থেকেই চলছে গবেষণা। আর তারই জের ধরে এবার পৃথিবী থেকে সব চেয়ে দূরের নক্ষত্রের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। হাজার তারার আলো থেকে অনেকটা দূরে সেটির অবস্থান।
জানা গেছে, সেখান থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগছে ৯০০ কোটি বছর! অর্থাৎ, এই গ্রহ থেকে তার দূরত্ব ৯০০ কোটি আলোকবর্ষ। হাব্ল স্পেস টেলিস্কোপে সম্প্রতি এমনই এক বিচ্ছিন্ন নীলচে তারার ছবি ফুটে উঠেছে বলে দাবি করেছে নাসা। বলা হচ্ছে, এখনও পর্যন্ত আবিষ্কৃত এটিই পৃথিবী থেকে সব চেয়ে দূরের তারা। যার পোশাকি নাম, ‘ইকারাস’।
বিজ্ঞানীদের দাবি, এর আগে যে তারার অবস্থানকে দূরতম বলে মনে করা হত, ইকারাস তার চেয়েও ১০০ গুণ দূরে। এতখানি দূরত্ব যার, তার ছবি সাধারণত ফিকে হওয়ারই কথা।
নাসা যদিও বলছে, তারা স্পষ্ট নীলচে আলো দেখেছে। আর এমনটা সম্ভব হয়েছে হাব্ল স্পেস টেলিস্কোপের অসামান্য দৃষ্টিশক্তির কারণেই। মহাকাশে পৃথিবীর মাধ্যাকর্ষণের আয়ত্তে অথচ ভাসমান প্রথম এবং একমাত্র দূরবীক্ষণ যন্ত্র এটি।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/ওয়াসিফ