শিরোনাম
২৫ এপ্রিল, ২০১৯ ০৯:১২

বংশবৃদ্ধি ঠেকাতে সংক্রামিত মশার চাষ করছে গুগল

অনলাইন ডেস্ক

বংশবৃদ্ধি ঠেকাতে সংক্রামিত মশার চাষ করছে গুগল

মশা নিধনের জন্যই মশার আরো প্রজনন ঘটানোর চেষ্টা করছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান গুগল। গুগলের অন্যতম উপাদান আলফাবেট সম্প্রতি এমন আজব কর্মপদ্ধতি ঠিক করছে।

আলফাবেট পরিচালিত একটি গবেষণা প্রতিষ্ঠান, ২০১৭ সালে ক্যালিফোর্নিয়ার ফ্রেস্নোতে মশার বংশ ধ্বংস করার ব্যাপারে একটি প্রকল্প শুরু করে। ‘ডিবাগ প্রজেক্ট' নামের ওই প্রকল্পে ক্যালিফোর্নিয়ায় একটি গবেষণাগারে মশার প্রজনন শুরু হয়। 

সেখানে জন্ম নেওয়া পুরুষ মশাগুলো ওলবাখিয়া নামক ব্যাকটেরিয়ায় সংক্রামিত। যা স্ত্রী মশার শরীরে বন্ধ্যাত্ব সৃষ্টি করবে বলে জানিয়েছে গুগল। 

ছয় মাসেরও বেশি সময় ধরে ডিবাগ ক্যালিফোর্নিয়ার ফ্রেস্নোতে ১৫ মিলিয়নেরও বেশি সংক্রামিত মশার জন্ম দিয়ে তাদের ছেড়ে দিয়েছে। 

ফলে স্ত্রী মশার সংখ্যা দুই তৃতীয়াংশ হ্রাস পেয়েছে সেখানে! প্রকল্পটি গড়ে মশার জনসংখ্যা প্রায় ৯৫ শতাংশ হ্রাস করতে সক্ষম হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর