রাজনৈতিক আলোচনায় হস্তক্ষেপের অভিযোগ চীন সংশ্লিষ্ট ১৫০টিরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো চীনা ‘ফেইক’ অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক।
বিবিসি জানিয়েছে, চীনা নেটওয়ার্ক দ্বারা পরিচালিত অ্যাকাউন্টগুলো ‘ফেইক’ বলে শনাক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। এর মধ্যে আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে কিছু পোস্টও করা হয়েছে সেগুলো থেকে। চীনা নেটওয়ার্কটিতে এক লাখ ৩০ হাজার ফলোয়ার ছিল। যদিও তার খুব কমসংখ্যকই যুক্তরাষ্ট্রের।
২০১৬ সালে অ্যাকাউন্টগুলো খোলা হয়। ফিলিপাইন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনা প্রভাব নিয়ে অধিকাংশ পোস্ট দেয়া হয় সেগুলোতে। তবে এতে চীনের সমালোচনা নিয়েও কিছু পোস্ট ছিল। পোস্ট করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনকে নিয়েও।
বিডি প্রতিদিন/ফারজানা