২৮ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৪৮

ম্যাক পিসিতে ম্যালওয়্যার ভাইরাসের হানা!

অনলাইন ডেস্ক

ম্যাক পিসিতে ম্যালওয়্যার ভাইরাসের হানা!

প্রতীকী ছবি

প্রায় ৪০ হাজার ম্যাক পিসিতে ম্যালওয়্যার ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের এই ডিভাইস ম্যালওয়্যারে আক্রান্ত হওয়ার ঘটনা বিরল। এবিসি নিউজ প্রযুক্তি নিরাপত্তা সংস্থা রেডক্যানারির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। 

জানা গেছে, নতুন এই ম্যালওয়্যারটির নাম দেয়া হয়েছে 'সিলবার স্প্যারো'। গবেষকদের আশঙ্কা, ম্যালওয়্যারটি ম্যাক ডিভাইসে ব্যাপক ক্ষতিসাধন করে নিজেকে মুছে ফেলতে সক্ষম। তবে আক্রান্ত হওয়ার পর, ম্যাক পিসি কি ধরণের ক্ষতি মুখে পড়তে পারে সে বিষয়ে কোন তথ্য জানানো হয়নি। 

বিষয়টি নিয়ে অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এরইমধ্যে বাইনারি বাতিল করেছে, যার ফলে ব্যবহারকারীরা ভুল করেও নিজেদের ডিভাইসে আর ম্যালওয়্যারটি ইনস্টল হবে না। আক্রান্ত ডিভাইসের ব্যবহারকারীদের সর্বোচ্চ সহযোগিতা এবং পরামর্শ দেওয়া হবে বলেও অ্যাপল জানিয়েছে। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর