২৩ মে, ২০২৪ ১৩:৩৬

‌‌‘সব দেখা’ এআই আনছে মাইক্রোসফট

অনলাইন ডেস্ক

‌‌‘সব দেখা’ এআই আনছে মাইক্রোসফট

মাইক্রোসফট নতুন এক এআই ব্যবস্থা উন্মোচন করছে। যা ব্যবহারকারী নিজের কম্পিউটারে কী কাজ করছেন তা দেখতে সক্ষম।

নতুন এই এআই সিস্টেমে এক ধরনের ‘ফটোগ্রাফিক মেমরি’ যোগ করা হয়েছে।  যাতে ব্যবহারকারী মনে করতে পারেন, তিনি নিজের পিসি’তে কী দেখেছেন বা কী কাজ করেছেন।

প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এমনকি ব্যবহারকারী পরবর্তীতে কী করতে চান, সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখবে এটি।

নতুন এআই ব্যবস্থাটির নাম ‘উইন্ডোজ রিকল’। যাকে নিজস্ব বিল্ট-ইন এআই টুল উন্নত করার উপায় বলে দাবি করছে সফটওয়্যার জায়ান্ট কোম্পানিটি।

মাইক্রোসফট বলেছে, এর মাধ্যমে ব্যবহারকারী ‘নিজের পিসি’তে যা দেখেছেন বা যে কাজ করেছেন, সেগুলোতে ভার্চুয়াল উপায়ে প্রবেশের সুযোগ মেলে, তাও এমন উপায়ে, যা ব্যবহারকারীকে পিসি’তে ফটোগ্রাফিক মেমরি থাকার মতো অনুভূতি দেয়।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর