দেশজুড়ে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সচল হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে প্রথমে ব্রডব্যান্ড ইন্টারনেট ও পরে মোবাইল ইন্টারনেট চালু করে দেওয়া হয়।
আজ সোমবার বেলা একটার দিকে সরকারি একটি সংস্থা ব্রডব্যান্ড ও বেলা দেড়টার পর মোবাইল ইন্টারনেট চালুর মৌখিক নির্দেশ দেয় বলে জানিয়েছে একটি সূত্র। এরপর ইন্টারনেট চালু হয়।
গতকাল দুপুর ১২টার পর মোবাইল অপারেটরদের ফোরজি বন্ধ করতে বলা হয়েছিল। অপারেটরা বলেছিল, কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ রেখেছে। আর আজ সকাল ১০টার পর ব্রডব্যান্ড সংযোগ বন্ধ করতে বলা হয়েছিল। অবশ্য ইন্টারনেট সচল হলেও এখনো সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হয়নি।কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও সহিংসতার মধ্যে বাংলাদেশে গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়। গত ২৩ জুলাই রাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। ২৮ জুলাই বেলা তিনটা থেকে মুঠোফোনে ফোর-জি ইন্টারনেট চালু হয়।
বিডি প্রতিদিন/হিমেল