অ্যাপলের বর্তমান সিইও টিম কুক ২০১১ সাল থেকে স্টিভ জবসের উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠানটি সফলতার শিখরে পৌঁছে দিয়েছেন। তার নেতৃত্বেই প্রতিষ্ঠানটি আজ তিন লাখ কোটি মার্কিন ডলারের সমান সম্পদশালী হয়ে উঠেছে। টিম কুক অকপটে স্বীকার করেছেন, এই সাফল্যের পেছনে স্টিভ জবসের কাছ থেকে পাওয়া নেতৃত্বের শিক্ষার অবদান রয়েছে।
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জবসের কাছ থেকে শিখেছেন এমন তিনটি মূল শিক্ষার কথা উল্লেখ করেন।
স্টিভ জবস দেখিয়েছেন, একটি ছোট দল দিয়েও অসাধারণ কিছু করা সম্ভব। প্রযুক্তিবিশ্বে বিপ্লব আনা আইফোন তৈরির সময় দলটি ছিল ছোট আকারের। কুক জানান, আইপড ও আইফোনের নির্মাণে জড়িত দলগুলোও খুবই ছোট ছিল। কিন্তু তারা বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখত।
স্টিভ জবসের কাছ থেকে কুকের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল এমন কর্মী নিয়োগ দেওয়া, যারা নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতে পারে। অ্যাপল এমন প্রতিষ্ঠান, যেখানে কাজ পাওয়া সহজ নয়। কুকের মতে, জবস তাকে শিখিয়েছেন, এমন কর্মী নিয়োগ দিতে হবে, যারা নেতার চেয়ে আরও ভালো ধারণা দিতে পারে এবং চ্যালেঞ্জ করে উন্নতি করতে পারে।
কুক আরও জানান, জবসের কাছে তিনি শিখেছেন, পুরোনো মতের প্রতি অতিরিক্ত অনুগত থাকা উচিত নয়। যখনই নতুন কোনো ধারণা আসত, জবস নিজের পুরোনো মত বদলে ফেলতেন এবং নতুন ধারণাকে গ্রহণ করতেন। প্রথমে এই বৈশিষ্ট্য দেখে কুক বিস্মিত হলেও পরে এটি তার নিজের কাজের কৌশলে অন্তর্ভুক্ত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল