কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি এখন বিশ্বজুড়ে বহুল জনপ্রিয়। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এর কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য বা পরামর্শ সহজেই পাওয়া যায়। উদাহরণস্বরূপ, আপনি যদি ছুটির জন্য দরখাস্ত তৈরি করতে চান, তাহলে শুধু দরখাস্তের মেয়াদ, আবেদনকারীর পদবি, এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য উল্লেখ করে চ্যাটজিপিটিতে কমান্ড দিলে, এটি নির্ভুল একটি আবেদন তৈরি করে দেবে। এমনকি দরখাস্তে পরবর্তীতে কিছু পরিবর্তনেরও সুযোগ রয়েছে।
চ্যাটজিপিটি ব্যবহার করে জীবনবৃত্তান্ত থেকে শুরু করে সংবাদ সম্পাদনা, বইয়ের সারসংক্ষেপ, এমনকি কবিতাও লেখা সম্ভব। ফলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে এটি অনেক কাজ সহজ করে দিচ্ছে। এতে সফল হওয়ার কৌশলও জানা যায়—তবে এজন্য সঠিক তথ্য দিয়ে চ্যাটজিপিটির কাছ থেকে সাহায্য নিতে হবে। চ্যাটজিপিটি জীবনযাপন বা কাজ নিজে করে দেবে না; বরং কীভাবে সেই কাজ করা উচিত, তার নির্দেশনা দেবে।
যে পেশাতেই থাকুন না কেন, প্রয়োজনীয় প্রশ্ন করলেই চ্যাটজিপিটি দ্রুত উত্তর প্রদান করবে। তবে সাফল্যের পরামর্শ নিতে হলে কিছুটা কৌশল অবলম্বন করা জরুরি। সুনির্দিষ্ট প্রশ্ন যত করবেন, তত স্পষ্ট এবং কার্যকর উত্তর পাবেন। এটি মূলত এভাবেই তৈরি করা হয়েছে। আরও সহজভাবে নির্দিষ্ট কিছু শব্দ স্কোয়ার ব্র্যাকেটে দিয়ে কমান্ড দিলে, সেটির বিকল্পেরও পরামর্শ পাওয়া যাবে।
সাফল্যের জন্য চ্যাটজিপিটির ব্যবহারবিধি
প্রথমেই এমন কাজ বা বিষয় খুঁজে বের করুন যা আপনাকে অনুপ্রাণিত করে। এই মুহূর্তে যদি কোনো পূর্ববর্তী সফলতার কথা মনে না আসে, তাহলে চ্যাটজিপিটির সহায়তায় সেটি পুনরুদ্ধার করুন। যেমন, চ্যাটবক্সে লিখতে পারেন: আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো এবং জানতে চাও কিভাবে আমি তা দ্রুত অর্জন করেছি। এরপর চ্যাটজিপিটি পাল্টা কিছু প্রশ্ন করবে; সঠিক উত্তর দিলে এটি আপনাকে আরও নির্ভুল দিকনির্দেশনা দেবে।
এরপর চ্যাটজিপিটির কাছে আরও গভীর পরামর্শ চাইতে পারেন। যেমন: আমি কীভাবে জটিল ধারণাগুলো সহজে বুঝতে পারি? অথবা কোন পদ্ধতিতে আমি দ্রুত শিখি? এভাবে আরও জানতে পারেন, কোন কাজগুলোতে নিজেকে সবার চেয়ে আলাদা মনে করেন বা পেশাগত জীবনে কোন মুহূর্তগুলো গর্বিত করেছেন।
আপনার সাফল্যের পথে যা যা দরকার, সেগুলো চ্যাটজিপিটিতে জানাতে থাকুন এবং এতে সে আপনার জন্য কার্যকর নির্দেশনা সাজাতে সক্ষম হবে। চ্যাটজিপিটি চাইবে আপনি আরও বেশি নির্ভুল তথ্য দিন, যাতে আপনার জন্য নিখুঁত পরামর্শ দিতে পারে।
শেষে চ্যাটজিপিটিকে বলতে পারেন: "ওপরের আলোচনার ভিত্তিতে আমার জন্য একটি সাফল্যের মন্ত্র ঠিক করে দাও। তিনটি বিকল্পও দাও যেন আমি একটি বেছে নিতে পারি।" চ্যাটজিপিটি আপনার ব্যক্তিত্ব এবং কাজের ধরন অনুযায়ী একটি গাইডলাইন তৈরি করবে।
চূড়ান্তভাবে এই নির্দেশনা আপনার জন্য কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে আপনি নির্দেশনাগুলো কীভাবে কাজে লাগাচ্ছেন তার ওপর। চ্যাটজিপিটি আপনাকে একটি কার্যকরী পথ দেখাতে পারে; তবে তা অনুসরণ করে সাফল্যের শিখরে পৌঁছানোর দায়িত্ব আপনারই।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        