আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক অ্যাপ 'এলসা স্পিক' (ELSA Speak)।
গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে একটি হোটেলে ব্যাকবন লিমিটেড ও এলসার মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। এলসা কর্পোরেশনের প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির রাজস্ব বিভাগের ভাইস প্রেসিডেন্ট উইল পোলেস।
ব্যাকবন লিমিটেডের প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন শেখ মাহিন। উপস্থিত ছিলেন ব্যাকবন লিমিটেডের নির্বাহী পরিচালক আরিফ উল্লাহ খান ও মানব সম্পদ বিভাগের পরিচালক আমিনুর রহমান।
বিডি প্রতিদিন/জুনাইদ