শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা

নিলামে অ্যালড্রিনের চন্দ্রাভিযানের জ্যাকেট

টেক ডেস্ক

নিলামে অ্যালড্রিনের চন্দ্রাভিযানের জ্যাকেট

চাঁদের বুকে প্রথম মানুষ হিসেবে পা দিয়ে ইতিহাস গড়েছিলেন নিল আর্মস্ট্রং। ঠিক তার সঙ্গেই ছিলেন বাজ অ্যালড্রিন। অ্যাপলো-১১ মিশনের লুনার মডিউল ‘ঈগল’-এর পাইলট হিসেবে কমান্ড মডিউল ‘কলম্বিয়া’ থেকে চাঁদে অবতরণ আর ফেরত আসার দায়িত্বটি ছিল অ্যালড্রিনের ঘাড়েই। অ্যাপলো-১১ মিশনে ইতিহাস গড়া তিন নভোচারীর মধ্যে এখন জীবিত আছেন কেবল অ্যালড্রিন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৯২ বছর বয়সি এই কিংবদন্তি সব মিলিয়ে নিজের ব্যক্তিগত ৬৯টি জিনিসপত্র নিলামে তুলেছিলেন। যার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের পতাকা আর নাসার লোগো খোচিত স্পেস জ্যাকেট। সেই জ্যাকেটটি নিলামে ২৮ লাখ ডলার দামে বিক্রি হয়েছে। ১৯৬৯ সালের ঐতিহাসিক মিশনে চাঁদে যাওয়া-আসার পথে অ্যালড্রিনের গায়েই ছিল ওই জ্যাকেটটি। বিবিসি জানিয়েছে, জ্যাকেটটির উপকরণ হিসেবে ছিল ‘বেটা ক্লথ’ নামের অগ্নিপ্রতিরোধক কাপড়। নিলামে জ্যাকেটটির আগ্রহী ক্রেতাদের মধ্যে লড়াই চলেছে প্রায় ১০ মিনিট। শেষ পর্যন্ত নিজের পরিচয় গোপন রেখে ফোন কলের মাধ্যমে নিলামে অংশ নেওয়া এক ক্রেতা জ্যাকেটটি জিতে নেন। নিলামে অ্যালড্রিনের ব্যক্তিগত জিনিসপত্র বিক্রি করে সবমিলিয়ে ৮২ লাখ ডলার উঠেছে।

সর্বশেষ খবর