শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ডেস্কটপ ও ল্যাপটপ ডিভাইসে হোয়াটসঅ্যাপের ব্যবহার

ডেস্কটপ ও ল্যাপটপ ডিভাইসে হোয়াটসঅ্যাপের ব্যবহার

কেবল মোবাইলে নয়, ডেস্কটপ ও ল্যাপটপ ডিভাইসেও ব্যাপক জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। যার মাধ্যমে সমানতালে পাঠানো যাবে টেক্সট, ছবি কিংবা ভিডিও। বর্তমানে একসঙ্গে চারটি ডিভাইস থেকে একই নম্বরের হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। এ জন্য মোবাইলের নেটওয়ার্ক অনলাইন না থাকলেও চলে। অর্থাৎ ফোনটি সুইচড অফ থাকলেও অনায়াসে ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে জনপ্রিয় অ্যাপের মাধ্যমে চ্যাটিং করতে পারবেন। তবে টানা ১৪ দিন আপনি মোবাইলটি ব্যবহার না করলে অন্য ডিভাইস থেকেও তা নিজে থেকে লগআউট হয়ে যাবে। এক্ষেত্রে অবশ্য কিছু কিছু সময় মেসেজ ঢুকতে খানিকটা বেশি সময় নেয়। এই সমস্যাটিও মেটানোর চেষ্টা করছে জুকারবার্গের সংস্থা। জেনে নেওয়া যাক কীভাবে ফোন ছাড়াই ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন।

♦ হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সনটি ডাউনলোড করা না থাকলে ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েব টাইপ করুন।

♦ ওয়েব লিংকে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠবে ছজ কোড।

♦ এবার স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ অন করে সেটিংস থেকে লিংক ডিভাইসে গিয়ে ছজ কোডটি স্ক্যান করুন।

♦ স্ক্যান হয়ে একবার লগ ইন হয়ে গেলে আর আপনার স্মার্টফোনটির প্রয়োজন নেই।

যদি আপনি আইফোন থেকে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ লিংক করে থাকেন, তাহলে কিন্তু সেই অন্য ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করতে পারবেন না। পাশাপাশি ডেস্কটপ কিংবা ল্যাপটপে লাইভ লোকেশনও দেখা যায় না।

সর্বশেষ খবর