শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ভিডিওতে ইউটিউব শর্টস ওয়াটারমার্ক

টেক ডেস্ক

ভিডিওতে ইউটিউব শর্টস ওয়াটারমার্ক

আপলোড করা ভিডিওতে ওয়াটারমার্ক যুক্ত করতে যাচ্ছে ইউটিউব শর্টস। মূলত অন্য প্ল্যাটফরমে একই ভিডিও পুনরায় পোস্ট করা বন্ধে উদ্যোগ নিচ্ছে প্ল্যাটফরমটি। ইউটিউব ডেভেলপারদের তথ্যানুযায়ী, ওয়াটারমার্ক ব্যবহারের মূল কারণ-বিভিন্ন প্ল্যাটফরমে শেয়ার করা হলেও যেন ফাইলটি মূল আপলোড স্থানে দেখা যায়। এর মাধ্যমে সাইটের মালিক তাদের পরিষেবার বিস্তার ঘটাতে চান। ২০২০ সালে ইউটিউব প্রথম শর্টভিডিও প্রকাশ্যে আনে এবং ব্যবহারকারীর সংখ্যা ১৫০ কোটি ছাড়ায়। অন্যদিকে গুগল সম্প্রতি ইউটিউব ভিডিওর ভিউয়িং স্কেল পরিবর্তনে নতুন ফিচার নিয়ে কাজ করছে। পিঞ্চ টু জুম নামের ফিচারটি পরীক্ষামূলকভাবে ১ সেপ্টেস্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে। এতে ব্যবহারকারী পিঞ্চ বা দুই আঙুল দিয়ে ম্যাপ জুমিংয়ের মতো ভিডিওতে জুম করতে পারবেন। তবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহারকারীরাই এতে অংশ নিতে পারবেন।           

সর্বশেষ খবর