শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সক্রিয় ব্যবহারকারী হারাচ্ছে টুইটার

টেকনোলজি ডেস্ক

সক্রিয় ব্যবহারকারী হারাচ্ছে টুইটার

মাইক্রোব্লগিং সাইট টুইটারের সক্রিয় অনেক ব্যবহারকারী প্ল্যাটফরমটি ছেড়ে দিচ্ছে। অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। টুইটারের নিজস্ব নথিতে দেখা যাচ্ছে, বিভিন্ন সেলিব্রিটিসহ সক্রিয় ব্যবহারকারীদের ধরে রাখতে হিমশিম খাচ্ছে তারা। সপ্তাহে ছয় বা সাত দিন লগইন করে এবং তিন-চারবার টুইট করে, এ ধরনের অ্যাকাউন্টকে সক্রিয় বলে টুইটার। বন্ধ হতে যাওয়া এসব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট মোট ব্যবহারকারীর ১০ শতাংশের বেশি নয়। তবে এরাই ৯০ শতাংশ টুইট পোস্ট করে। আর এরাই প্রতিষ্ঠানটির মোট লাভের অর্ধেক এনে দেয়। কভিড মহামারি শুরু হওয়ার পর থেকে প্ল্যাটফরমটি ছেড়ে দিচ্ছে। তাদের ইউজাররা কোথায় যাচ্ছে তা জানতে মরিয়া টুইটার। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গত দুই বছরে সবচেয়ে সক্রিয় ইংরেজিভাষী ব্যবহারকারীরও টুইটারের প্রতি আগ্রহ কমেছে। ফলে বিজ্ঞাপনদাতারা আগ্রহ হারাতে পারেন।               

সর্বশেষ খবর