সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

গুগল মিটে ‘অ্যাভাটার’

টেকনোলজি ডেস্ক

গুগল মিটে ‘অ্যাভাটার’

ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং সেবা গুগল মিট একটি আদর্শ ভিডিও কনফারেন্স টুল। সাধারণ সব ফিচারের পাশাপাশি বাড়তি সুবিধা প্রদানের মাধ্যমে গুগল মিট অন্য সব ভিডিও কনফারেন্সিং অ্যাপ থেকে একেবারেই আলাদা। এবারে অনলাইন সভায় ‘অ্যাভাটার’ ব্যবহারের নতুন ফিচার চালু করল গুগল মিট।

নতুন এই সুবিধা কাজে লাগিয়ে অনলাইন সভায় অংশগ্রহণকারীরা নিজেদের চেহারার বদলে অ্যাভাটার (চেহারার আদলে ছবি বা ইমোজি) দেখাতে পারবেন। ফলে দীর্ঘ সময় ধরে চলা অনলাইন বৈঠকে স্বাচ্ছন্দ্যে অংশ নেওয়া যাবে। তবে এই সুবিধা ব্যবহার করতে গুনতে হবে আপনাকে মাসে ১০ ডলার।

প্রিমিয়াম এই সেবা ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হতে পারে শিগগিরই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর