শিরোনাম
শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

অ্যাপলের ম্যাজিক পেনসিল

টেকনোলজি ডেস্ক

অ্যাপলের ম্যাজিক পেনসিল

অ্যাপল নিয়ে আসছে তাদের ম্যাজিক পেনসিল। এই প্রথম অ্যাপ পেনসিল আনছে তারা। অ্যাপ পেনসিলটি আসলে একটি ডিজিটাল স্টাইলাস। আইপ্যাড ব্যবহারকারীদের জন্য তা গুরুত্বপূর্ণ কিছু ফিচার নিয়ে আসছে। পিকচার পারফেক্ট স্পষ্টতা, লো ল্যাটেন্সি, টিল্ট সেন্সিটিভিটির মতো জরুরি বৈশিষ্ট্যগুলো রয়েছে এই পেনসিলে। নোট নেওয়া, স্কেচ করা থেকে শুরু করে একাধিক কাজে লাগবে এই পেনসিল। স্লিক ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে পেনসিলটিতে। রয়েছে ফ্ল্যাট সাইড, যা আপনার আইপ্যাডের সঙ্গে খুব ভালো করে অ্যাটাচ করতে সাহায্য করে পেনসিলটিকে। ফার্স্ট ও সেকেন্ড জেনারেশনের অ্যাপল পেনসিলগুলো যে সব ফিচার অফার করছিল, এতেও তা-ই থাকছে। সে তালিকায় রয়েছে অ্যাডভান্সড পিক্সেল পারফেক্ট অ্যাকিওরেসি, লো ল্যাটেন্সি এবং টিল্ট সেন্সিভিটি। সঙ্গে আরও অতিরিক্ত কিছু ফিচারও যোগ করে দেওয়া হয়েছে। এই নতুন ডিভাইসে পেয়ারিং ও চার্জিংও খুব সহজ করা হয়েছে। এটিতে দেওয়া হয়েছে ইউএসবি-সি পোর্ট, যার দ্বারা সব আইপ্যাড মডেলের সঙ্গেই পেনসিলটি কানেক্ট করা যেতে পারে। ফলে সব আইপ্যাড ব্যবহারকারীই এখন এই অ্যাপল পেনসিল ব্যবহার করতে পারবেন। প্রায় সব আইপ্যাড মডেলের সঙ্গেই আপনি পেনসিলটি কানেক্ট করতে পারবেন।           

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর