শনিবার, ২০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করতে চাইলে

টেকনোলজি ডেস্ক

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করতে চাইলে

সামাজিক যোগাযোগমাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাপকে বলা হয় নিরাপদ চ্যাটিং অ্যাপ। একই সময়ে এ অ্যাপ ভয়েস ও ভিডিও কলের জন্য জনপ্রিয়। হোয়াটসঅ্যাপ থেকে দেওয়া সব মেসেজ ও কল অ্যান্ড টু অ্যান্ড  এনক্রিপশনের (কলার-রিসিভার) মাধ্যমে সুরক্ষিত থাকে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাপকে বলা হয় নিরাপদ চ্যাটিং অ্যাপ। একই সময়ে এ অ্যাপ ভয়েস ও ভিডিও কলের জন্য জনপ্রিয়। হোয়াটসঅ্যাপ থেকে দেওয়া সব মেসেজ ও কল অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশনের (কলার-রিসিভার) মাধ্যমে সুরক্ষিত থাকে। এরপরেও প্রয়োজনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং সম্ভব।

অ্যানড্রয়েড ফোন থেকে যে কোনো হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা সম্ভব। এ জন্য দরকার হবে Call Recorder-Cube ACR নামের একটি অ্যাপ। অ্যানড্রয়েড ফোন থেকে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড যেভাবে করা যাবে-

 

>> গুগল প্লে স্টোর থেকে Call Recorder-Cube ACR অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

>> এ অ্যাপ ওপেন করে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে।

>> হোয়াটসঅ্যাপে কোনো কল এলে স্ক্রিনে Cube Call উইজেট দেখা যাবে।

>> এ উইজেট দেখতে না পেলে Cube Call ওপেন করে Force VoIP call as a voice call অপশন সিলেক্ট করতে হবে।

>> এ অ্যাপ সব হোয়াটসঅ্যাপ কল অটোমেটিক রেকর্ড শুরু করবে। যা ইন্টারনাল মেমোরিতে সেভ হবে।

হোয়াটসঅ্যাপ ছাড়াও এ অ্যাপ ব্যবহার করে জুম, টেলিগ্রাম, সিগন্যালসহ অন্যান্য মেসেজিং অ্যাপের ভয়েস কল রেকর্ড করা যায়।

সর্বশেষ খবর