আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের পছন্দের নির্মাতাদের প্রোফাইল থেকে এআই চ্যাটবট ব্যবহার করতে পারবেন। এটি প্রাথমিকভাবে বার্তা আদানপ্রদানের জন্য ব্যবহার করা যাবে...
নিজেদের প্ল্যাটফরমের ভিডিওর দর্শক এবং অনুসরণকারীদের সঙ্গে কনটেন্ট নির্মাতাদের যোগাযোগ সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিজস্ব চ্যাটবট তৈরির সুযোগ চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। এটি চালু হলে কনটেন্ট নির্মাতারা ইনস্টাগ্রামের এআই স্টুডিওর মাধ্যমে সহজেই নিজস্ব চ্যাটবট তৈরি করে প্রোফাইলে যুক্ত করতে পারবেন, যার মাধ্যমে ভিডিওর দর্শক এবং অনুসরণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর স্বয়ংক্রিয়ভাবে জানাতে পারবেন নির্মাতারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্বাচিত ব্যবহারকারীদের ওপর চ্যাটবটটির কার্যকারিতা পরীক্ষা করছে মেটার মালিকানাধীন ছবি ও ভিডিও আদানপ্রদানের জনপ্রিয় সামাজিক মাধ্যমটি। এআই চ্যাটবট তৈরির বিষয়ে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের পছন্দের নির্মাতাদের প্রোফাইল থেকে এআই চ্যাটবট ব্যবহার করতে পারবেন। এটি প্রাথমিকভাবে বার্তা আদানপ্রদানের জন্য ব্যবহার করা যাবে। অনুসরণকারীদের কাছ থেকে সচরাচর যেসব প্রশ্ন নির্মাতারা পেয়ে থাকেন সেগুলোর উত্তর স্বয়ংক্রিয়ভাবে জানাবে এআই চ্যাটবটটি। নির্মাতাদের এআই চ্যাটবট সংস্করণ কেমন হবে সে সম্পর্কে ধারণা দিতে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন জাকারবার্গ। ভিডিওগুলোতে দেখা গেছে, নির্মাতাদের প্রোফাইলে থাকা এআই চ্যাটবটের মেসেজিং বাটন ট্যাপ করে যে কোনো প্রশ্ন করলেই স্বয়ংক্রিয়ভাবে সেগুলোর উত্তর জানা যাবে। উত্তরগুলো এআই দিয়ে তৈরি হওয়ায় সেগুলোতে এআই লেবেলও দেখা যাবে।