ফোন ও ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার জন্য অনেকেই ভুল পদ্ধতি ব্যবহার করেন। এ কারণে ফোন ও ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার হওয়ার বদলে উল্টো ক্ষতি হতে পারে। স্ক্রিনে দাগ পড়তে পারে। এ জন্য মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করতে হবে। সুতির শুকনো কাপড়ও ব্যবহার করা যেতে পারে। ফোন বা ল্যাপটপের স্ক্রিন পরিষ্কারে আরও কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি।
>> ল্যাপটপ বা ফোনের স্ক্রিন পরিষ্কার করার সময় ভেজা বা নোংরা কাপড় ব্যবহার করা যাবে না। অবশ্যই শুকনো ও পরিষ্কার কাপড় বা মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করতে হবে।
>> কাপড় দিয়ে স্ক্রিন পরিষ্কারের সময় বৃত্তাকার গতিতে পর্দা মুছতে হবে। জোরে চাপ দেওয়া যাবে না। এতে স্ক্রিনের ক্ষতি হতে পারে।
>> ল্যাপটপের পর্দা পরিষ্কারের সময় চার্জার খুলে রাখতে হবে। সম্ভব হলে ল্যাপটপ বন্ধ করে রাখা ভালো।
>> ল্যাপটপের পর্দার পাশাপাশি ময়লা বা ধুলাবালি জমে কি-বোর্ডে। কি-বোর্ড পরিষ্কারের জন্য তুলো বা টুথব্রাশ ব্যবহার করা যেতে পারে।
>> স্ক্রিন প্রোটেক্টর, কি-বোর্ড প্রোটেক্টর এবং মিনি ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা যেতে পারে।
>> অ্যালকোহল এবং অ্যামোনিয়া যুক্ত ক্লিনার ও ক্লিনার স্প্রে ব্যবহার থেকে বিরত থাকতে হবে।