ঢাকা দক্ষিণ সিটিতে নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে মুখোমুখি হয়েছেন স্বামী-স্ত্রী। দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। স্বামী মমিনুল হক সাঈদের সঙ্গেই নির্বাচনে লড়ছেন স্ত্রী ফারহানা আহমেদ বৈশাখী। ক্যাসিনোকান্ডে পলাতক মমিনুল হক সাঈদ লাটিম ও স্ত্রী বৈশাখী পেয়েছেন ঠেলাগাড়ি প্রতীক। নির্বাচনী এলাকা আরামবাগে দুজনের পোস্টারই চোখে পড়ছে। প্রচারণায় এগিয়ে আছেন বৈশাখী। এ ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক।
২০১৫ সালের ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে প্রথমবার কাউন্সিলর হন এ কে এম মমিনুল হক সাঈদ। গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী ঘোষিত শুদ্ধি অভিযান শুরু হলে ক্যাসিনো ব্যবসার সঙ্গে সাঈদের সংশ্লিষ্টতা মেলে। তখন তিনি জাতীয় হকি দলের সঙ্গে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।