রাজশাহী সিটি করপোরেশনের ড্রেনের লাইনে হরহামেশাই যুক্ত হচ্ছে স্যানিটারি লাইনের পাইপ। নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবেই নিজেদের মলমূত্র অপসারণ করছেন নগরীর বেশির ভাগ বাড়িওয়ালা। এতে হুমকির মুখে পড়েছে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা।
৯৬.৭২ বর্গকিলোমিটারের রাজশাহী নগরী গেল দেড় দশকে মাথা উঁচু করেছে বহুতল ভবন, বেড়েছে আবাসন সংখ্যা, পাশাপাশি মানুষের ভিড়।
প্রতিদিনের মানবসৃষ্ট বর্জ্য নিষ্কাশনে নগরজুড়ে মূল সড়কের পাশে আছে পরিকল্পিত ৪৮৮ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা। তবে এর যা ইচ্ছা তাই ব্যবহারে নগরীর অধিকাংশ ড্রেনে ভাসতে দেখা যায় মনুষ্য বর্জ্য।
অভিযোগ আছে, করপোরেশনের তদারকির অভাব আর কিছু সুবিধাবাদী বাড়িওয়ালা বাসাবাড়ির স্যানিটারি লাইনের পাইপ সরাসরি দিচ্ছেন ড্রেনে।
নগরবাসী বলছেন, এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, দূষিত হচ্ছে পরিবেশ। এমনকি ওয়াসার লিকেজ পাইপ দিয়ে মিশছে সরবরাহ পানির সঙ্গে। এতে হুমকির মুখে পড়ছে মানুষের স্বাস্থ্য সুরক্ষা।
জনস্বাস্থ্যবিদ অধ্যাপক ডা. চিন্ময় কান্তি জানান, এভাবে চলতে থাকলে পানিবাহিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে। এ মুহূর্তে সচেতনতা অনেক বেশি জরুরি। তা না হলে এর ফল ভোগ করতে হবে নগরবাসীকে। অবশ্য রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে বিভিন্ন সময় করপোরেশনের পক্ষ থেকে আমরা শহরবাসীকে নানাভাবে সচেতন করার চেষ্টা করি।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        