রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

হাইস্কুলের বেসবল টিম

হাইস্কুলের বেসবল টিম

ক্যালিফোর্নিয়া সাক্রামেন্টো ভেলি হাই স্কুল। ২০১৩ সালের মে মাসের ঘটনা। এক মা তার মেয়েকে স্কুল থেকে বাসায় তুলে নিতে এসেছেন। কিন্তু গাড়ি দুর্ঘটনায় পড়তে হয় তাকে। মহিলাটি দ্রুত গাড়ি সরাতে গিয়ে আবারও আঘাত করে মেয়েটিকে। পাশেই স্কুল বেসবল দল খেলার অনুশীলনী করছিল। তাদের নজরে পড়ে পুরো বিষয়টি। তারা জোরালো শব্দ শুনে ছুটে আসে। তারা পার্কিং লটের দিকে এসে দেখতে পায় এই দুর্ঘটনার চিহ্ন। তারা গাড়িটিকে ঘিরে ধরে। দুর্ভাগ্যবশত মেয়েটি তখনো গাড়ির সঙ্গে জুড়ে রয়েছে। মেয়েটিকে ছাড়িয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। গাড়িটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলছে বলে জোরে ছুটে চলছে। সবাই মিলে গাড়িটি থামানোর জন্য গাড়িটিকে টেনে ধরতে চাইল। একদিকে গাড়ির শক্তিশালী ইঞ্জিন অন্যদিকে একদল ছেলের সম্মিলিত শক্তি। অ্যাড্রেনালিনের ক্ষর বেড়ে যাওয়ায় ছেলেদের শরীরে শক্তি বেড়ে যায় সে কারণেই। সবাই মিলে গাড়িটিকে টেনে ধরতে সক্ষম হওয়ায় গাড়ির ইঞ্জিন পরাস্ত হয়। গাড়িকে একটি বেসবল টিমের প্রচেষ্টায় থামানো সম্ভব হলে মেয়েটিকে দ্রুত ছাড়িয়ে নেয় তারা। আহত হলেও বড় রকমের আঘাত পায়নি সে। এই বেসবল টিমের সদস্যরা তাদের অতিমানবীয় শক্তি দিয়ে বধ করে একটি শক্তিশালী গাড়িকে। ্এই বালক দলটি সত্যিকারের খুদে নায়কের দল।

 

সর্বশেষ খবর