আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এ বছর 'অগ্রগতির মূলকথা, নারী-পুরুষ সমতা' প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালিত হবে। দিবসটি উদযাপনের জন্য সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, মোমবাতি প্রজ্বলন ইত্যাদি। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বিশ্বের সব নারীকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, নারী উন্নয়ন নীতি, কর্মপরিকল্পনা, আইন ও বিধিমালার কার্যকরী বাস্তবায়নের ফলে নারীর সার্বিক সমতা নিশ্চিত করার পাশাপাশি সমাজের সব স্তরে সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে নারী জাগরণের অগ্রদূতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, নারী-পুরুষের সম্মিলিত প্রয়াসে সমাজ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের আগে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাণীতে বিশ্বের সব নারীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশকে সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হলে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
এর আগে গতকাল রাতে নারী দিবস উপলক্ষে 'আমরাই পারি' পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে 'রাতের অাঁধার ভাঙার' শপথ কর্মসূচি পালিত হয়। আজ সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সব স্তরের নারী পুরুষের অংশগ্রহণে র্যালি বের করা হবে। দেশের ৬৪টি মানবাধিকার ও নারী সংগঠনের মোর্চা সামাজিক প্রতিরোধ কমিটি এ দিবস উপলক্ষে বিকালে শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এ উপলক্ষে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে।
এছাড়া মহিলা বিষয়ক অধিদফতর ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে সারা দেশের জেলায় ও উপজেলায় সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ বিশেষ দিবসে বিএনপির মহিলা দলের উদ্যোগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শান্তিপূর্ণ র্যালি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।