সোমবার, ১১ মার্চ, ২০১৯ ০০:০০ টা
ডাকসু নির্বাচন : বিশেষ আয়োজন

স্বচ্ছ ও বাধাহীন ভোট নিয়ে আশঙ্কা আছে : মান্না

নিজস্ব প্রতিবেদকhttp://www.bd-pratidin.com/assets/archive/images/Print-Edition/2019/March%20-%202019

স্বচ্ছ ও বাধাহীন ভোট নিয়ে আশঙ্কা আছে : মান্না

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর দুবারের ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিশ্ববিদ্যালয়ের হলে (ছাত্রাবাস) ভোট নেওয়া হলে নির্বাচনে ছাত্র-ছাত্রীদের রায়ের প্রতিফলন ঘটবে না। তিনি বলেন, আমরা চাই, সুন্দর, স্বচ্ছ, বাধাহীন ভোট। কিন্তু সেটা নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে।  বর্তমানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের মতো ভোট কেটে নিয়ে যাবে সরকারি দলের ছাত্র সংগঠন। সবাই যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্যই একাডেমিক ভবনে বুথ করার দাবি জানিয়েছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের আজ্ঞাবহ হওয়ায় তা মানছে না। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন যেন প্রহসনের না হয়, সেটাই প্রত্যাশা করছি। ৩০ ডিসেম্বরের মতো ভোটের পুনরাবৃত্তি চাই না। সব ছাত্র সংগঠনসহ সাধারণ ছাত্র-ছাত্রীদের মতামতের ভিত্তিতে ডাকসুতে একটি কার্যকর ও প্রতিনিধিত্বশীল নেতৃত্ব দেখতে চাই।’ মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, এটা শুভ সংবাদ। কিন্তু নির্বাচনে যেসব ছাত্রছাত্রী বা বিভিন্ন মতের সংগঠনগুলো অংশ নিচ্ছে তাদের মধ্যে উদ্বেগের সঞ্চার হয়েছে। সুষ্ঠু ভোট হবে কি না, তা নিয়ে তাদের আশঙ্কা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে ছাত্র সংগুঠনগুলোর প্রতিনিধিরা বলেছেন, নির্বাচনের সুষ্ঠু কোনো পরিবেশ নেই।

সর্বশেষ খবর