বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে ৫৫ প্রার্থীর মধ্যে নানা কারণে আলোচনার শীর্ষে রয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সদ্য সাবেক সিটি মেয়র ও সদর আসনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সাদিক আবদুল্লাহ। জেলার দুটি আসনে মনোনয়ন জমা দিয়েছেন রাশেদ খান মেনন। শেষ পর্যন্ত তিনি কোনটি ছেড়ে কোনটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নাকি দুটি আসনেই লড়বেন তা নিয়ে জোর আলোচনা চলছে রাজনীতিসচেতন মানুষের মাঝে। অপরদিকে মনোনয়ন জমা দিয়েই আটঘাট বেঁধে মাঠে নেমেছেন বিদ্রোহী সাদিক আবদুল্লাহসহ তাঁর অনুসারীরা। বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হয়েছেন ৫৫ জন। এর মধ্যে সর্বনিম্ন ৪ জন প্রার্থী বরিশাল-১ আসনে এবং সর্বাধিক ১৬ জন প্রার্থী বরিশাল-৬ আসনে। বিভিন্ন দল ও জোটের ৪০ জন প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ১৫ জন। অন্যদিকে গত সিটি নির্বাচনের পর সদর আসনেও মনোনয়নবঞ্চিত হন সদ্য সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। মনোনয়ন না পেয়ে সদর আসনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী হয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি। সাদিক আবদুল্লাহ অনুসারী নেতা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নঈমুল হোসেন লিটু বলেন, আওয়ামী লীগ সভাপতির ঘোষণার পর ‘স্বতন্ত্র’ নির্বাচনে কোনো বাধা নেই। প্রধানমন্ত্রী সবার জন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন। এটা নৌকার বিরুদ্ধে নয়। যার জনপ্রিয়তা বেশি তিনি নির্বাচিত হবেন। সবাই আওয়ামী লীগের। সিটি করপোরেশনের সদ্য সাবেক প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম খোকন বলেন, বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না। নির্বাচনকে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে প্রধানমন্ত্রী ‘স্বতন্ত্র’ উন্মুক্ত করে দিয়েছেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        