কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে দলের মনোনয়নপত্র জমা দিয়েছেন। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত কুমিল্লা নগরী গড়তে চান আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আসনে পূর্বে অনেককে মনোনয়ন দেওয়া হয়েছে, কেউ আসন উদ্ধার করতে পারেনি। ১৯৭৩ সালের পর সদর আসন আমি উদ্ধার করে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছি। ২০০৮ ও ২০১৪ সালে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তিনি বলেন, আসলে আমার বিপরীতে যারা মনোনয়ন নিয়েছেন তারা নির্বাচনের জন্য নয়, আমাকে ডিস্টার্ব করার জন্য মনোনয়ন নিয়েছেন। তিনি বলেন, কুমিল্লাকে একটি শান্তির নগরী হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। মানুষের সহযোগিতা নিয়ে ইতিমধ্যে কুমিল্লাকে চাঁদাবাজ, সন্ত্রাস ও ইভ টিজিং মুক্ত করেছি। মাদক একটি বড় সমস্যা, তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। মানুষকে সঙ্গে নিয়ে সেই কাজটিও সম্পন্ন করতে চাই। কুমিল্লা বিভাগের বিষয়ে সোচ্চার এমপি বাহার বলেন, কুমিল্লা শিক্ষা ও সংস্কৃতির পাদপীঠ। কুমিল্লার মানুষ আজ যা ভাবে, অন্যরা তা পরের দিন ভাবে। কুমিল্লা এগোলে বাংলাদেশ এগিয়ে যাবে। কুমিল্লা বিভাগের দাবি একটি যৌক্তিক পরিণতির দিকে যাচ্ছে। আশা করছি খুব দ্রুত কুমিল্লা বিভাগের ঘোষণা আসবে। এমপি বাহার বলেন, মনোনয়ন পেলে এই আসন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারব। কারণ আমি গত ১০ বছরে সদর আসন ও কুমিল্লা সিটি করপোরেশন মিলিয়ে আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে এখন অপ্রতিরোধ্য। উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। কুমিল্লায় আরও ব্যাপক উন্নয়ন কাজ করার সুযোগ রয়েছে। আমি ৫৯টি প্রাথমিক বিদ্যালয়, ৬৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১৬টি মাদ্রাসা ভবন, কয়েকটি কলেজ ভবন নির্মাণ ও সংস্কার করেছি। এ ছাড়া শাসনগাছা ফ্লাইওভার, পালপাড়া ব্রিজ, টিক্কারচর ব্রিজ ও আমতলী ব্রিজ নির্মাণ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম পুনর্নির্মাণ করেছি। এ ছাড়া চিকিৎসা, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন কাজ করেছি। এদিকে সড়ক যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি পুনরায় বিজয়ী হয়ে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে চাই।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
কুমিল্লা-৬
সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী গড়তে চান এমপি বাহার
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর