কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে দলের মনোনয়নপত্র জমা দিয়েছেন। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত কুমিল্লা নগরী গড়তে চান আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আসনে পূর্বে অনেককে মনোনয়ন দেওয়া হয়েছে, কেউ আসন উদ্ধার করতে পারেনি। ১৯৭৩ সালের পর সদর আসন আমি উদ্ধার করে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছি। ২০০৮ ও ২০১৪ সালে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তিনি বলেন, আসলে আমার বিপরীতে যারা মনোনয়ন নিয়েছেন তারা নির্বাচনের জন্য নয়, আমাকে ডিস্টার্ব করার জন্য মনোনয়ন নিয়েছেন। তিনি বলেন, কুমিল্লাকে একটি শান্তির নগরী হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। মানুষের সহযোগিতা নিয়ে ইতিমধ্যে কুমিল্লাকে চাঁদাবাজ, সন্ত্রাস ও ইভ টিজিং মুক্ত করেছি। মাদক একটি বড় সমস্যা, তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। মানুষকে সঙ্গে নিয়ে সেই কাজটিও সম্পন্ন করতে চাই। কুমিল্লা বিভাগের বিষয়ে সোচ্চার এমপি বাহার বলেন, কুমিল্লা শিক্ষা ও সংস্কৃতির পাদপীঠ। কুমিল্লার মানুষ আজ যা ভাবে, অন্যরা তা পরের দিন ভাবে। কুমিল্লা এগোলে বাংলাদেশ এগিয়ে যাবে। কুমিল্লা বিভাগের দাবি একটি যৌক্তিক পরিণতির দিকে যাচ্ছে। আশা করছি খুব দ্রুত কুমিল্লা বিভাগের ঘোষণা আসবে। এমপি বাহার বলেন, মনোনয়ন পেলে এই আসন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারব। কারণ আমি গত ১০ বছরে সদর আসন ও কুমিল্লা সিটি করপোরেশন মিলিয়ে আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে এখন অপ্রতিরোধ্য। উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। কুমিল্লায় আরও ব্যাপক উন্নয়ন কাজ করার সুযোগ রয়েছে। আমি ৫৯টি প্রাথমিক বিদ্যালয়, ৬৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১৬টি মাদ্রাসা ভবন, কয়েকটি কলেজ ভবন নির্মাণ ও সংস্কার করেছি। এ ছাড়া শাসনগাছা ফ্লাইওভার, পালপাড়া ব্রিজ, টিক্কারচর ব্রিজ ও আমতলী ব্রিজ নির্মাণ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম পুনর্নির্মাণ করেছি। এ ছাড়া চিকিৎসা, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন কাজ করেছি। এদিকে সড়ক যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি পুনরায় বিজয়ী হয়ে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে চাই।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
কুমিল্লা-৬
সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী গড়তে চান এমপি বাহার
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর