কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে দলের মনোনয়নপত্র জমা দিয়েছেন। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত কুমিল্লা নগরী গড়তে চান আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আসনে পূর্বে অনেককে মনোনয়ন দেওয়া হয়েছে, কেউ আসন উদ্ধার করতে পারেনি। ১৯৭৩ সালের পর সদর আসন আমি উদ্ধার করে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছি। ২০০৮ ও ২০১৪ সালে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তিনি বলেন, আসলে আমার বিপরীতে যারা মনোনয়ন নিয়েছেন তারা নির্বাচনের জন্য নয়, আমাকে ডিস্টার্ব করার জন্য মনোনয়ন নিয়েছেন। তিনি বলেন, কুমিল্লাকে একটি শান্তির নগরী হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। মানুষের সহযোগিতা নিয়ে ইতিমধ্যে কুমিল্লাকে চাঁদাবাজ, সন্ত্রাস ও ইভ টিজিং মুক্ত করেছি। মাদক একটি বড় সমস্যা, তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। মানুষকে সঙ্গে নিয়ে সেই কাজটিও সম্পন্ন করতে চাই। কুমিল্লা বিভাগের বিষয়ে সোচ্চার এমপি বাহার বলেন, কুমিল্লা শিক্ষা ও সংস্কৃতির পাদপীঠ। কুমিল্লার মানুষ আজ যা ভাবে, অন্যরা তা পরের দিন ভাবে। কুমিল্লা এগোলে বাংলাদেশ এগিয়ে যাবে। কুমিল্লা বিভাগের দাবি একটি যৌক্তিক পরিণতির দিকে যাচ্ছে। আশা করছি খুব দ্রুত কুমিল্লা বিভাগের ঘোষণা আসবে। এমপি বাহার বলেন, মনোনয়ন পেলে এই আসন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারব। কারণ আমি গত ১০ বছরে সদর আসন ও কুমিল্লা সিটি করপোরেশন মিলিয়ে আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে এখন অপ্রতিরোধ্য। উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। কুমিল্লায় আরও ব্যাপক উন্নয়ন কাজ করার সুযোগ রয়েছে। আমি ৫৯টি প্রাথমিক বিদ্যালয়, ৬৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১৬টি মাদ্রাসা ভবন, কয়েকটি কলেজ ভবন নির্মাণ ও সংস্কার করেছি। এ ছাড়া শাসনগাছা ফ্লাইওভার, পালপাড়া ব্রিজ, টিক্কারচর ব্রিজ ও আমতলী ব্রিজ নির্মাণ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম পুনর্নির্মাণ করেছি। এ ছাড়া চিকিৎসা, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন কাজ করেছি। এদিকে সড়ক যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি পুনরায় বিজয়ী হয়ে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে চাই।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
কুমিল্লা-৬
সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী গড়তে চান এমপি বাহার
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর