কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে দলের মনোনয়নপত্র জমা দিয়েছেন। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত কুমিল্লা নগরী গড়তে চান আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আসনে পূর্বে অনেককে মনোনয়ন দেওয়া হয়েছে, কেউ আসন উদ্ধার করতে পারেনি। ১৯৭৩ সালের পর সদর আসন আমি উদ্ধার করে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছি। ২০০৮ ও ২০১৪ সালে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তিনি বলেন, আসলে আমার বিপরীতে যারা মনোনয়ন নিয়েছেন তারা নির্বাচনের জন্য নয়, আমাকে ডিস্টার্ব করার জন্য মনোনয়ন নিয়েছেন। তিনি বলেন, কুমিল্লাকে একটি শান্তির নগরী হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। মানুষের সহযোগিতা নিয়ে ইতিমধ্যে কুমিল্লাকে চাঁদাবাজ, সন্ত্রাস ও ইভ টিজিং মুক্ত করেছি। মাদক একটি বড় সমস্যা, তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। মানুষকে সঙ্গে নিয়ে সেই কাজটিও সম্পন্ন করতে চাই। কুমিল্লা বিভাগের বিষয়ে সোচ্চার এমপি বাহার বলেন, কুমিল্লা শিক্ষা ও সংস্কৃতির পাদপীঠ। কুমিল্লার মানুষ আজ যা ভাবে, অন্যরা তা পরের দিন ভাবে। কুমিল্লা এগোলে বাংলাদেশ এগিয়ে যাবে। কুমিল্লা বিভাগের দাবি একটি যৌক্তিক পরিণতির দিকে যাচ্ছে। আশা করছি খুব দ্রুত কুমিল্লা বিভাগের ঘোষণা আসবে। এমপি বাহার বলেন, মনোনয়ন পেলে এই আসন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারব। কারণ আমি গত ১০ বছরে সদর আসন ও কুমিল্লা সিটি করপোরেশন মিলিয়ে আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে এখন অপ্রতিরোধ্য। উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। কুমিল্লায় আরও ব্যাপক উন্নয়ন কাজ করার সুযোগ রয়েছে। আমি ৫৯টি প্রাথমিক বিদ্যালয়, ৬৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১৬টি মাদ্রাসা ভবন, কয়েকটি কলেজ ভবন নির্মাণ ও সংস্কার করেছি। এ ছাড়া শাসনগাছা ফ্লাইওভার, পালপাড়া ব্রিজ, টিক্কারচর ব্রিজ ও আমতলী ব্রিজ নির্মাণ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম পুনর্নির্মাণ করেছি। এ ছাড়া চিকিৎসা, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন কাজ করেছি। এদিকে সড়ক যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি পুনরায় বিজয়ী হয়ে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে চাই।
শিরোনাম
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
কুমিল্লা-৬
সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী গড়তে চান এমপি বাহার
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর