মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
লক্ষ্মীপুর-২

স্বতন্ত্র নির্বাচন করবেন পাপুল

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

স্বতন্ত্র নির্বাচন করবেন পাপুল

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র নির্বাচন করবেন কুয়েত আওয়ামী লীগের আহ্বায়ক ও এন আর বি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি শহীদ ইসলাম পাপুল। মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। তিনি দীর্ঘ দুই বছর ধরে লক্ষ্মীপুর-২ আসনে তৃণমূল পর্যায়ে দান-অনুদান দিয়ে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। দলীয় নেতা-কর্মীদের রেখেছেন চাঙ্গা। প্রতিটি কর্মসূচিতে ছিলেন সক্রিয়। তিনি এ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এলাকাবাসীও মনে করেছিল এবার তিনি হবেন নৌকার মাঝি। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট আসনটি শরিক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় তিনি মনোনয়ন লাভে বঞ্চিত হন। শহীদ ইসলাম পাপুল বলেন, দীর্ঘ সময় ধরে তৃণমূল পর্যায়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন দান অনুদান দিয়ে দলকে সক্রিয় রাখার জন্য ভূমিকা পালন করেছি। আশা করছি স্বতন্ত্র নির্বাচন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিতে পারব।

সর্বশেষ খবর